বুধবার, ১০ নভেম্বর, ২০১০

কতটুকু চেয়েছিলে মনে আছে?


প্রচ্ছন্ন পংক্তিতে কয়েক আলোকবর্ষ দূরে সুখ, আবার খুব কাছেই। ধাঁধাটা খুব জটিল নয়, তবে সময় লাগে। সময়টা দাও। কিছু ধোঁয়া উড়ে যায়, কিছু সমান্তরাল। তবে দুটোই কাছাকাছি। একদিন আস্তে আস্তে জুড়তে পারবে দুটো সূত্র। আলোর নিয়ম সরল। সবসময় সোজাসুজি চলে। যেখানে অন্ধকার সেখানেও।

ধাঁধার মত ভেবো না। একজন খুব পাশেই আছে। এতটা পাশে যে তুমি আমি কেউই বুঝতে পারছি না যে কখন তড়িৎস্রোতের মত বয়ে যাবে গা বেয়ে। শিরশির, শিরশির। আমি একদিন চলতে চলতে প্রায় পথ হারিয়ে ফেলেছিলুম। তারপর সূর্যের রেখায় বাড়ি ফিরে আসি। ঠিকানা লাগে নি। লাগার কথা নয়। সবটুকু চলে গেলেও লোভ থাকে। তবু একটা সময় পিছনে ফিরে তাকাতে হবেই।

ঝুপঝুপ বৃষ্টি সবসময়ে পড়ছে। তবে ঐ বৃষ্টিতে আগুন নেভে না। একদিন দেখবে দুটোই একসাথে দিব্যি সুখে ঘরকন্না করছে। ছোটোবেলায় রিডল পড়েছিলুম। ঐ একটা জিনিস ছোটবেলায় শেখান হয় সব্বাইকেই। তারপর ভয়ের সঙ্গে এক্কাদোক্কা। দুকদম লুকোচুরি।

তোমার মধ্যেই সব আছে। একদিন পরিপূর্ন হও। সেদিন ধাঁধার সবকটি সূত্র মিলে যাবে। যাবেই-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন