মঙ্গলবার, ৬ জুলাই, ২০১০

সব কিছু নষ্টদের দখলে-২






আমাদের কে ভন্ডামি করতেই হয়,একি সাথে বাংগালি আর মুসলমান বলে,একটু ভন্ডামি না করলে আমাদের চলে না।আবু আইউব,আমার এক বন্ধু,পকেটে সব সময় পেয়ারাপাতা রাখে।চাপে পড়ে মানুষ আবিস্কারক হয়,সে ও হয়েছে।সে বের করেছে পানের পর পেয়ারাপাতা চাবালে হুইস্কির গ্ন্ধ থাকে না,তাই প্রতিবার পানের পর আইয়ুব পেয়ারাপাতা চিবায়,পান ও খায় এবং বাসায় ফিরে বউর সাথে এমন ভাব করে যেনো দিনটা সে বায়তুল মোকাররমে কাটিয়েছে এবং পুরুস্কার হিসেবে এখন তার প্রাপ্য একটি প্রথম শ্রেনির সংগম।
মানুষ পার্বতী,শুধু মানুষ,উত্তাল ঝর ঝাপ্টায়,কেরোসিন কুপির শিখার নিচে,শত শত দুখি মানুষের মুখ।তুমি শুধু দেখতে পাও শীতাতপ নিয়ন্ত্রিত আমলা,বলপয়েন্ট পিচ্ছিল সাংবাদিক,মতিঝিলের মস্রিন ব্রিফকেস।তোমার আশেপাশে সব সভ্যের লেবাস পরা নকল মানুষ।যাদের কাছে বাংলার মরুভুমি তে এক গ্লাস বিয়ার,একটু হুইস্কী বোশেখ মাসের বৃষ্টির মত সুখকর।একটা সম্পুর্ন দেশ পচে গেছে পার্বতি,একটা শহর।পঞ্চগড়,বগুড়া,রাজশাহী,বোয়ালমারি,কুমিল্লা,ঠাকুরগাঁও,মধুপুর,রামপাল,চরফেশন,পাবনা,জকিগন্জ,নাচোল,শেরপু্র,চকোরিয়া,চান্দিনা,দাগনভূইয়া,সাতঘরিয়া,কয়কীর্তন,মিঠাপুর,জলঢাকা,দোহার,নারিয়া কোথায়?কতদুর নষ্ট এই দেশ?কত দূর গেলে,কত বছর,কত হাজার মাইল হাটলে দূরে যাওয়া যাবে এই নষ্টামী থেকে?
এবং তুমিও।খুব সহজেই দিয়ে জটীল জীবন।চলে গেছো।বহুদিন আগে একদিন,বুড়ো ডক্টরের চেম্বাড় থেকে বের হয়ে লূকীয়ে ছীলে,আর আমি বোকা রাস্তায়,এদিক সেদিক…আড়ালে তূমি হেসে লূটোপুটি…এখন সেই তুমি কি ভিষন চতুর।আফিম তবুও ভালো,তুমি সে তো …।

চলবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন