শুক্রবার, ২১ মে, ২০১০

তুমি আমার অসময়ে থুথু ফেলে যাও….


যত দূরে যাই, জীবন হাতড়াই

পাই শুধু অংকের খেলা

যোজন বিয়োজন, হয়তো জীবন

ফিরে পাই মেলা-না’মেলা।

তবুও আকড়ে ধরে বাঁচিবার সাধ

ক্লীশে, অতিবার; ভয় পাই

এ জীবনের হারানো ভাণ্ডার, রাত

শেষে তবু রাতেই ফিরে যাই!

এই যে এখন রাত্রির বেলা

আলো আঁধারির খেলা

এসময়ই বসে ভাবেন জীবনানন্দ;

যে জীবন গিয়েছে চলে বহুবার, জন্মাবার

তবুও অকস্মাৎ চারিধার

চেপে ধরে, বুকে উঠে আসে রক্তের প্রতিক্ষা!

সময়, আমার সময়, তুমি আমার অসময়ে থুথু ফেলে যাও….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন