মঙ্গলবার, ১৮ মে, ২০১০


তোমার চোখের চেয়ে বেশি নীল অন্য কোনও আকাশ ছিল না
যেখানে উড়াল দিতে পারি
...তোমার স্পর্শের চেয়ে সুগভীর অন্য কোনও সমুদ্র ছিল না
যেখানে তলিয়ে যেতে পারি
....তোমাকে দ্যাখার চেয়ে নির্নিমেষ অন্য কোনও দ্রষ্টব্য ছিল না
...যেখানে নিমগ্ন হতে পারি
...তোমাকে খোঁজার চেয়ে বেশি দূর অন্য কোনও গন্তব্য ছিল না
যেখানে হারিয়ে যেতে পারি।

...কেবল তোমার চেয়ে বেশি দীর্ঘ তুমিহীন একাকী জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন