শুক্রবার, ২১ মে, ২০১০

মুশকিল আসান


মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের মন –
কোথায় ধূলোর রেখা এঁকে গেছে লালনের সুর,
কোথায় পানসি বেয়ে চলেছে যে আমার হাসন ৷৷

মানুষ আকাশ খোঁজে, আমি খুঁজি অসীমের ধারা –
কোথায় ক্লান্তি মুছে গোধূলির রক্তিম রূপে,
কোথায় দূরের দেশে পাড়ি দেয় মন বলাকারা ৷৷

মানুষ জীবন খোঁজে, আমি খুঁজি জীবনের গান –
কোথায় জটিল পথে সকল কুয়াশা মুছে ফেলে,
কোথায় সহজ ছবি এঁকে যায় মুশকিল আসান ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন