মঙ্গলবার, ১৮ মে, ২০১০

কোথায় পারবতী তুমি ?

এই দুর্দান্ত বৃষ্টির দিনে কোথায় পারবতী তুমি ?
আমাকে বাদ দিয়ে কি তোমার শহরেও বৃষ্টি হয়?
তুমি কি তাকে অনুমতি দাও তোমার শরীরে পড়ার?

এই বেহায়া বৃষ্টির দিনে কাকে শোনাও তুমি বৃষ্টির সুর-



কাকে দেখাও ভেজা আগুনের ভাঁজ
বৃষ্টির কসম কেটে কাকে আজ তুমি নিজের শহরে ডাকো

আমি জানি আমি আর নই সে মানুষ এখন
তুমি কি এখন... অন্য কারো রক্ত খাও পারবতী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন