স্বপ্নগুলো ছোট না হলে যা হয়- আমারও ঠিক তাই
আমি আজও বালকের মতো ফড়িংয়ের পিছে ছুটি
এখানেই ভীষণ ভুল হয়; ফড়িংয়েরা ঘাসে মিশে যায়
আর আমি মাটি-মাটি চিৎকার করি-এতটাই বিপরীত!
পাগল ছাড়া আগুল কেটে তোমার নাম লিখবো কেন
বুকের দু পাশেই ছুরি চালিয়ে খুঁজবো কেন হৃৎপিণ্ড
কে না জানে ডান পাশের ব্যথায় ভালোবাসা থাকে না।
মরতে যদি হয় বামপাশের ব্যথা নিয়েই মরতে চাই
সমস্যা একটাই- বাম খুঁজলেই ডানটা বড্ড চোখ রাঙায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন