বুধবার, ১৯ মে, ২০১০
হয়ত আমিই সেই মেয়ে ! হয়ত ! হয়ত বা।
আমিই সেই মেয়ে।বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন..যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন।আরআরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন।স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।আমিই সেই মেয়ে।
প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানোআপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকেতুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি ;আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য,,,আমিই সেই মেয়ে।
আমিই সেই মেয়ে- চাবাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকেযাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতেফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চানযার অনাবৃত শরীরআমি সেই মেয়ে।
শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনিপাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইঁদারায়- আর কুড়ি মাইলহেঁটে কান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেনচুলার আগুনের সামনে আপনার রুটি বানাতেআমিই সেই মেয়ে।
আমিই সেই মেয়ে- যারচোখে আপনি একে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়াসিগারেটের প্যাকেটের মত যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানোগাড়ি শুভবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে-কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকাআমিই সেই মেয়ে।
আমিই সেই মেয়ে- এমন কি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকারআর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমানআর চোখের জলে কুন্তী হয়ে নদীর জলেবিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মজকে।আমিই সেই মেয়ে।
সংসারে অসময়ের আমিই ভরসা।আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।কালো আকাশ মাথায় নিয়েআমি ছাতা হয়ে থাকি।ছাতার নিচে সুখে বাঁচে সংসার।
আপনি….আপনারা
..আমার জন্য অনেক করেছেন।সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকেমা বলে পুজো করেছেন।প্রকৃতি বলে আদিখ্যেতা করেছেন- আরশহর গঞ্জের কানাগলিতেঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন।হ্যা, আমিই সেই মেয়ে।
দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন
মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং
কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভুষিতাং।
বীভৎস দাবানলের মত
...আমি এগোতে থাকবো ! আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে
মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে-
সভ্যতার দেহ
প্রগতির দেহ-
উন্নতির দেহ-
সমাজের দেহ
হয়ত আমিই সেই মেয়ে ! হয়ত ! হয়ত বা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন